তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধপুত্র শামছুর রহমান (৬৫) মারাত্বক ভাবে জখম হয়েছে।
সোমবার সন্ধ্যায় আহত শামছুর রহমানের শ্যালক এনায়েত আলী ও বড় পুত্র বাবুল হোসেনের ছেলে (পৌহিত্র) রাব্বি হোসেন ঝিকরগাছা প্রেসক্লাবে এসে জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে মসজিদ হতে বের হওয়ার সময় শামছুর রহমানকে তার মেঝো ছেলে নজরুল ইসলাম ও তার সহযোগি একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন এলোপাতাড়ী মারপিট করে মারাত্বক ভাবে জখম করে। পরে মসজিদের মুসল্লিদের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করে। এর আগে শুক্রবার জুম্মা নামাজের সময় ছোট ছেলে শফিকুল ইসলামকে উল্লেখিত সন্ত্রাসীরা মারপিট করেছিল বলেও আহত শামছুর রহমান জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭