স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় যশোরের মনিরামপুরে কর্মরত তিন সাংবাদিককে সেরা নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবি সংগঠন পরিবার ও সামাজিক উন্নয়ন সংস্থা (এফএসডিও)র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলা অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার সকালে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সেরা নির্বাচিত তিন সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।সম্মাননা পাওয়া তিন সাংবাদিক হলেন, দৈনিক সমকাল প্রতিনিধি ও লোকসমাজের স্টাফ রিপোর্টারএস এম মজনুর রহমান, দৈনিক যুগান্তর ও সমাজের কথার প্রতিনিধি মোতাহার হোসেন এবং দৈনিক আজকের পত্রিকা ও স্বাধীন আলোর প্রতিনিধি আনোয়ার হোসেন।
সায়ফুল আলমের সঞ্চালনায় এফএসডিওর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, প্রধান আলোচক ছিলেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউটের(পিটিআই) অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এস এম মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, যশোর জেলা আইনজীবী সমিতির সহকারী সম্পাদক অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, অধ্যাপক বাবুল আকতার, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, সাধারন সম্পাদক মোতাহার হোসেন।
এদিকে এফএসডিওর মিডিয়া পার্টনার হিসেবে মনিরামপুরে কর্মরত ৬ সাংবাদিককে সম্মাননা দিয়েছে সংগঠনটি। এরা হলেন দৈনিক কালের কন্ঠের অধ্যাপক বাবুল আকতার, দৈনিক সমসাময়িকীর শাহ জালাল, দৈনিক কল্যাণের আব্দুল্লাহ সোহান, দৈনিক গ্রামের কাগজের তাজাম্মুল হোসেন, কলম কথার সুমন চক্রবর্তি ও দেশদর্পনের সোহাগ হাসান লিপু। সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে ২০১৭ সালে এফএসডিও স্বেচ্ছাসেবি সংগঠনটি আত্মপ্রকাশ করে। মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান, করোনাকালীন দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ নানা সেবামূলক কাজ অব্যাহত রেখেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। দেশের ২৪ টি জেলায় এক হাজারের বেশি স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন সংগঠনটির সাথে। এ পর্যন্ত তাঁরা ৮ হাজারের বেশি মুমূর্ষু রোগীকে রক্ত দিয়েছেন।
কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫