ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি গণমাধ্যমকে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়, তবে এর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন ওই গণমাধ্যমকে বলেন, মিরপুর ৭ নম্বর ঝিলপাড় বস্তিতে আগুনের তথ্য পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ২টি ঘটনাস্থলে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:১৪