নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল’ এলাকায় সিএনজি যাত্রী হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
গতকাল (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল নামক স্থানে সিএনজি যাত্রীদের সাথে চরম অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশি অভিযান ও গ্রেফতার ভিডিওটি ভাইরাল হওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের (এসপি) কঠোর নির্দেশনায় দ্রুত মাঠে নামে পুলিশ।
আজ সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযুক্ত হান্নানকে গ্রেফতার করার পাশাপাশি তার আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। বর্তমানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:২৮