মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে ১০ দলীয় ঐক্যজোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশথ ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম-এর সমর্থনে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে শেষহয়।পরে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সমাবেশে বক্তারা ভোটারদের আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:১২