সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : মাওলানা শরিফ হাসান শাহীন

শাবান শব্দের অর্থ ও নামকরণের ইতিহাস
শাবান  শব্দটি এসেছে আরবি ধাতু  (শাআবা) থেকে। এর অর্থ হলো, ১.বিচ্ছিন্ন হওয়া ২.ছড়িয়ে পড়া ৩.বিভিন্ন দিকে বিভক্ত হয়ে যাওয়া। ইতিহাসবিদ ও ভাষাবিদদের মতে, ইসলামি আরব সমাজে রজব মাসে যুদ্ধ নিষিদ্ধ থাকায় মানুষ যুদ্ধ ও সংঘর্ষ থেকে বিরত থাকত। কিন্তু রজব শেষ হয়ে গেলে, অর্থাৎ শাবান মাস শুরু হলে তারা আবার ১.জীবিকার সন্ধানে ২.যুদ্ধের উদ্দেশ্যে ৩.পানি ও খাদ্যের খোঁজে, বিভিন্ন গোত্র ও এলাকায় ছড়িয়ে পড়ত। এই  ছড়িয়ে পড়া বা  বিভক্ত হয়ে যাওয়ার  ধারণা থেকেই মাসটির নামকরণ হয় শাবান। (লিসানুল আরব,আল-কামুসুল মুহিত)
ইসলামের দৃষ্টিতে শাবান মাসের গুরুত্ব
ইসলাম শাবান মাসকে নতুন মর্যাদা ও তাৎপর্য দান করেছে। এটি কেবল একটি ঐতিহাসিক মাসই নয়, বরং ইবাদত ও আত্মগঠনের গুরুত্বপূর্ণ সময়। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিশেষ আমল, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন।

আম্মাজান আয়েশা সিদ্দিকা রা. থেকে বর্ণিত তিনি বলেন,
مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ قَطُّ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ فِي شَهْرٍ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। (সহিহ বুখারি:১৯৬৯; সহিহ মুসলিম:১১৫৬)

আমল আল্লাহর দরবারে পেশ হওয়ার মাস

উসামা ইবনু যায়েদ রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম, لِمَ أَرَاكَ تَصُومُ مِنْ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ؟ فَقَالَ: ذَاكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ হে আল্লাহর রসুল! আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন?
তিনি বললেন, এটি রজব ও রমজানের মধ্যবর্তী এমন এক মাস, যাকে মানুষ অবহেলা করে। এই মাসে বান্দার আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, আমার আমল রোজা অবস্থায় পেশ হোক। (সুনানুন নাসায়ি:২৩৫৭;)

শাবান মাসের তাৎপর্য
শাবান মাসের তাৎপর্য কয়েকটি দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১. রমজানের প্রস্তুতির মাস,শাবান হলো রমজানের পূর্বপ্রস্তুতির মাস। এ সময় নফল রোজার অভ্যাস কোরআন তিলাওয়াত বৃদ্ধি, আত্মসংযম ও তাকওয়ার চর্চা, রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতি নেওয়া হয়।

২. গাফিলতির মাঝে ইবাদতের সুযোগ

যেহেতু এটি রজব ও রমজানের মাঝখানে অবস্থিত, অনেক মানুষ এ মাসকে অবহেলা করে। অথচ এই অবহেলিত সময়ে ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়।

শাবান মাসের নামকরণ আরব সমাজের ঐতিহাসিক বাস্তবতা থেকে উদ্ভূত হলেও, ইসলাম একে দিয়েছে নতুন তাৎপর্য ও মর্যাদা। এটি ইবাদত বৃদ্ধি, আত্মসমালোচনা ও রমজানের প্রস্তুতির এক অনন্য সময়। সঠিকভাবে শাবান মাসকে কাজে লাগাতে পারলে রমজান হয়ে উঠতে পারে আরও ফলপ্রসূ ও অর্থবহ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit