বিনোদন ডেস্ক : ১৯৯৩ সালের ২০ জানুয়ারি আজকের এ দিনে ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অড্রে। সুইজারল্যান্ডের নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি।
অভিনেত্রীর শেষকৃত্যে ছুটে এসেছিলেন তার প্রথম সিনেমার সহঅভিনেতা, বন্ধু গ্রেগরি পেক। উইকিমিডিয়া কমন্স থেকে জানা যায়, প্রিয় ‘রাজকুমারী’র প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন গ্রেগরি আবৃত্তি করেছিলেন অড্রের প্রিয় রবীন্দ্রনাথের কবিতা ‘আনএন্ডিং লাভ’।কবিতাটি ছিল ‘অশেষ ভালবাসা’র ইংরেজি সংস্করণ।
১৯৯৭ সালের জানুয়ারীতে অড্রের মৃত্যুর পর টেলিভিশনে স্মৃতিচারণমূলক এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন পেক। সে সাক্ষাৎকারে পেক অড্রের প্রিয় কবিতার কিছু লাইন আবৃত্তি করেছিলেন। কবিতার লাইনগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানষী কাব্যগ্রন্থের।
বিশবকবি রবীন্দ্রনাথের মতো অড্রে হেপবার্নও মে মাসে জন্মগ্রহণ করেন। অভিনেত্রী কবিতার ভীষণ ভক্ত ছিলেন। নিজ দেশ ছাড়াও অন্য দেশের বিখ্যাত কবিতা পড়তে তিনি ভালোবাসতেন। তাই তার পছন্দের কবির তালিকায় ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
অড্রে একাধারে ইংরেজি, ডাচ, ফরাসি, স্প্যানিশ আর ইতালিয় ভাষায় পারদর্শী ছিলেন। যে কারণে বিভিন্ন দেশের বিখ্যাত কবি, সাহিত্যিকের বই বিশেষ করে রোমান্টিক লেখা পড়তে ভালোবাসতেন কিংবদন্তি এ নায়িকা।
পঞ্চাশের দশকে সিনেমা জগতে পা রাখেন অর্ডে। ‘রোমান হলিডে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতে অভিনয় করেই অস্কার পুরস্কার জেতেন এ তারকা।
সিনে জগতে সর্বকালের সুন্দরী নারী মনে করা হয় অড্রে হেপবার্নকে। তিনি তার রূপ, অভিনয় গুণ আর স্টাইল দক্ষতা দিয়ে বিশ্বকে অন্য এক নতুন ধারার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই নায়িকার সময়কালই হলিউডের স্বর্ণযুগ বলে মনে করেন অনেক সিনেবোদ্ধারা।
‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’ সিনেমায় অভিনয় করে অড্রে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। তার চুল বাঁধার ধরন, পোশাক, হাঁটার ভঙ্গিমার রেশ নিজ গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বের অন্য দেশগুলোর সিনে দুনিয়ার ইন্ডাস্ট্রিতে। দেড় দশকেরও বেশি সময় পর্দায় টানা সাফল্য ধরে রেখেছিলেন তিনি।
বৃটিশ অভিনেত্রী ব্যক্তিজীবনে অনেকটা আবেগী ছিলেন। পরোপকার ও সেবামূলক কাজে প্রায়ই তাকে সামিল হতে দেখা যেত। শেষ জীবনে তাই সিনেমায় অভিনয় কমিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন ইউনিসিফের সেবামূলক কর্মকান্ডে।
মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে অড্রে হেপবার্নের। তবু আজও সিনেপ্রেমীদের হৃদয়ে রাজত্ব ধরে রেখেছেন এ নায়িকা। বিশ্বজুড়ে সাড়া জাগানো অর্ডে হেপবার্নের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রোমান হলিডে’, ‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’, ‘সাবরিনা’, ‘লাভ ইন দ্য আফটারনুন’, ‘ওয়ার এন্ড পিস’, ‘দ্য নানস স্টোরি’, ‘টু ফর দ্যা রোড’, ‘মাই ফেয়ার লেডি’, ‘চারাডে’, ‘দ্য চিলড্রেন আওয়ার’, ‘দ্য আনফরগিভেন’, ‘গ্রিন ম্যানসন’, ‘ফানি ফেস’, ‘উই গো টু মন্টি কার্লো’ ইত্যাদি।
কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৪