নরসিংদীর মাধবদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) এবং তার স্ত্রী জারা বেগম (৩০)। র্যাব জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ নরসিংদী ও র্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার গ্রেপ্তারকৃতদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেও, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি র্যাব।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রাতে নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজন ও তার স্ত্রী জারাসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১৪