স্পোর্টস ডেস্ক : ভেঙে গেল ২৩২ বছরের পুরনো রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ঘটল অবিশ্বাস্য এক রেকর্ড। শনিবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড–১ প্রতিযোগিতায় ঘটে এই বিরল ঘটনা। ৪০ রানের লক্ষ্য তাড়া করেও জয় পায়নি সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল)। তারা অলআউট ৩৭ রানে। ম্যাচ জিতে ২৩২ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান টিভি (পিটিভি) ক্রিকেট দল।
এর আগে ১৭৯৪ সালে ইংল্যান্ডের লর্ডসে প্রথম শ্রেণির ক্রিকেটে এমসিসিকে ৪১ রানের টার্গেট দিয়েও জয়ের রেকর্ড গড়েছিল ওল্ডফিল্ড। দীর্ঘ ২৩২ বছর পর সেই রেকর্ড নতুন করে লেখা হলো। পাকিস্তানের চলমান প্রেসিডেন্টস ট্রফির সবচেয়ে কম রানের এবং দ্রুত শেষ হওয়া ম্যাচে প্রথম ইনিংসে পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। জবাবে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন এসএনজিপিএল সাইফুল্লাহ বাঙ্গাসের ফিফটির ওপর ভর করে ২৩৮ রান তোলে ৭২ রানের লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি বড় বিপর্যয়ে পড়ে। মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় তারা। এতে এসএনজিপিএলের সামনে জয়ের জন্য প্রয়োজন দাঁড়ায় মাত্র ৪০ রান। সহজ সেই লক্ষ্য তাড়া করতে নেমেই ধস নামে ব্যাটিংয়ে। চতুর্থ ইনিংসে সাইফুল্লাহ ছাড়া আর কেউ দুই অঙ্কের রানও করতে পারেননি। শেষ পর্যন্ত দলটি অলআউট হয় ৩৭ রানে। পিটিভির পক্ষে আলি উসমান মাত্র ৯ রান খরচায় ৬টি উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়েন।
কিউএনবি/মহন/ ১৭ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:২৪