বিনোদন ডেক্স : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা বাবা হওয়ার পর প্রথম জন্মদিনের কেক কাটলেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ৪১ বছরে পা দেন বলি শেরশাহ। সেই জন্মদিনে সায়রাহর বাবাকে আদুরে ভরিয়ে দেন স্ত্রী অভিনেত্রী কিয়ারা আদভানি। আর বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র, তা আবার প্রমাণ করলেন বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তবে এবারের জন্মদিনটি সিদ্ধার্থের কাছে একটু বেশিই স্পেশাল।
কারণ মেয়ে কোলে প্রথমবার জন্মদিনের কেক কাটলেন তিনি। অন্যদিকে স্বামীর জন্মদিনে কেবল শুভেচ্ছা জানানোই নয়, তাদের একান্ত যাপনের এক মিষ্টি ঝলক ভক্ত-অনুরাগীদের উপহার দিলেন অভিনেত্রী। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিনে সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন কিয়ারা আদভানি। সেখানে সিদ্ধার্থকে কেক কাটতে দেখা যাচ্ছে।
তবে সব থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর দেওয়া ক্যাপশন। অভিনেত্রী সিদ্ধার্থকে ‘সায়রাহর পাপা’ (Saraayah’s Papa) বলে সম্বোধন করেছেন। শুধু তাই নয়, এদিন স্বামীর জন্য মাইক হাতে গানও গেয়েছেন কিয়ারা আদভানি, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ভিডিওতে দেখা গেছে, বাড়ির ড্রয়িংরুমে খুব সাধারণভাবে অথচ রুচিশীলভাবে সাজানো হয়েছে বার্থডে সেটআপ। সিদ্ধার্থকে বেশ ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে, চোখেমুখে ছিল তৃপ্তির হাসি।
গত বছরই তাদের জীবনে এসেছে ছোট্ট সায়রাহ। বাবা হওয়ার পর সিদ্ধার্থের ব্যক্তিত্বে যে এক অন্যরকম শান্ত ও দায়িত্বশীল ছাপ পড়েছে, ভিডিওর ছবিতে তা স্পষ্ট। কিয়ারার গাওয়া গানের সুরে সিদ্ধার্থের লাজুক হাসি দেখে সামাজিক মাধ্যমে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কিয়ারা যখন গান গাইছিলেন, সিদ্ধার্থকে লাজুক হাসিতে কেক কাটতে দেখা যায়। কোনো জাঁকজমকপূর্ণ পার্টি নয়, বরং নিজেদের ব্যক্তিগত পরিসরে এই বিশেষ দিনটি কাটাতে পছন্দ করেছেন এ তারকা দম্পতি।
কিউএনবি/মহন/ ১৭ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:১২