এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আয়ুব হোসেন (৪৭) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামের মৃত চকম আলীর ছেলে। বৃহ¯পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি মাফলা দিয়ে নিজ ঘরের আড়াই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সুত্র বলছে তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ পেটের পীড়ায় ভুগছিলেন। পেটের যন্ত্রনায় সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন। ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলো না। পরে বাড়ীর লোকজনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তার মৃতদেহ উদ্ধার করেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২২