শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ইন্টারের জয়ের রাতে পয়েন্ট খোয়াল নাপোলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পার্মার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নাপোলি। পুরো ম্যাচ যদিও নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলের পাশাপাশি ১৬টি শট নেয় নাপোলি। তবে গোল করতে ব্যর্থ হয় হইলুন্দ-ল্যাং।

এই ড্রয়ের ফলে বড় দুইটি পয়েন্ট হারিয়ে টেবিলের দুইয়ে ওঠার সুযোগ হারিয়েছে ক্রিস্টিয়ান স্টেলিনির দল। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা।

Esposito shines! Inter beat Lecce 1-0 | OneFootball
এস্পোসিতোর গোলে জয় পায় ইন্টার।

এদিকে সুযোগের সৎ ব্যবহার করেছে ইন্টার মিলান। লেচ্চের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। ইন্টারের হয়ে ব্যবধান গড়ে দেন পিও এস্পোসিতো।

২০ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার। দুইয়ে থাকা এসি মিলান থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। যদিও এসি মিলান একটি ম্যাচ কম খেলেছে। শিরোপার দৌড়ে আছে জুভেন্টাস ও রোমাও। দুই দলই ৩৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে অবস্থান করছে।    

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit