স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পার্মার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নাপোলি। পুরো ম্যাচ যদিও নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলের পাশাপাশি ১৬টি শট নেয় নাপোলি। তবে গোল করতে ব্যর্থ হয় হইলুন্দ-ল্যাং।

এদিকে সুযোগের সৎ ব্যবহার করেছে ইন্টার মিলান। লেচ্চের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। ইন্টারের হয়ে ব্যবধান গড়ে দেন পিও এস্পোসিতো।
২০ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার। দুইয়ে থাকা এসি মিলান থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। যদিও এসি মিলান একটি ম্যাচ কম খেলেছে। শিরোপার দৌড়ে আছে জুভেন্টাস ও রোমাও। দুই দলই ৩৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে অবস্থান করছে।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:১৪