নিউজ ডেক্স : রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর মিরাজ শেখ (১৬) ও সজীব প্রামানিক (১৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ। এর আগে বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার আজিজ সরদার মোড় বাসস্ট্যান্ড এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাতে পাংশা পৌর শহরের বিষ্ণুপুর এলাকা থেকে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ। ঠিক তখনই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীমুখী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সজীব প্রামানিক নিহত হন। অপরজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:০২