বিনোদন ডেক্স : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের ২০২৫ সালে নেপালে বেড়াতে যাওয়ার কথা ছিল। সে সময়ে নেপালের উত্তপ্ত পরিস্থিতির কারণে তার যাওয়া হয়নি। এবার সাতপাঁচ না ভেবে নেপাল গেলেন তিনি। এ সময় তার সঙ্গী ছিলেন বন্ধু অভিনেতা রাহুল মিত্র।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারাবাসে কাটানোর সময়েও শিবপুরাণ পড়তেন সঞ্জয় দত্ত। বন্ধু রাহুলের কথায়, শিবের সঙ্গে এক অদ্ভুত যোগ রয়েছে মহাদেবের। এবার বাবার ডাক এসেছে, তাই যেতেই হবে। এ বছর কোনো সাতপাঁচ তোয়াক্কা না করেই চলে গেলেন বন্ধুর সঙ্গে নেপাল।
সঞ্জয় দত্তকে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে। কখনো কারাগারে কাটানো ঘটনার কারণে। আবার কখনো শারীরিক অসুস্থতার কারণে চর্চা হয়েছে এ অভিনেতাকে ঘিরে। তবে এবার কি খানিক আধ্যাত্মিকতায় মন অভিনেতার?
শুধুই কি শিবদর্শন? নেপালে গিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি, স্থানীয় খাবারও খেয়েছেন সঞ্জয়। বন্ধু রাহুল জানান, তিনি ও সঞ্জয় অরুণাচল প্রদেশ, রাজস্থানের মতো জায়গায় বেড়াতে গিয়েও স্থানীয় খাবার ডাল, ভাত, মসুর ডালের বড়া, নুডলস স্যুপ, মটন কাটিয়ার মতো খাবার চেখে দেখেছেন। তাই নেপালের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।
কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:১৩