বিনোদন ডেক্স : ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী এবার নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘প্রেশার কুকার’ অভিনয় করতে যাচ্ছেন। আর এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বড় ধরনের চমক দিতে যাচ্ছেন তিনি। এর আগে নির্মাতা রায়হান রাফী ‘পরাণ’ বা ‘তুফান’ সিনেমা নির্মাণ করে সাফল্যে দেখিয়েছেন। এবার নতুন কোনো চমক দেখাচ্ছেন তিনি।
এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন লুকে বুবলী ‘প্রেশার কুকার’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে ভিন্ন এক আবহে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সম্প্রতি নতুন এই সিনেমার কাজ প্রসঙ্গে বুবলী বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টেরেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’
এর আগে ২০২২ সালে পরিচালক রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করেছিলেন শবনম বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও এ জুটি একসঙ্গে বড়পর্দার জন্য কাজ করছেন। তবে শুধু বুবলীই নন, এ সিনেমায় আরও থাকছেন এ প্রজন্মের দুই প্রিয় মুখ নাজিফা তুষি ও মারিয়া শান্ত।
কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:২০