বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুরের সপ্তাহখানেক আগেই দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক গায়ক স্টেবিনের সঙ্গে বাগদান সেরেছেন। বিদেশে বিলাসবহুল প্রমোদতরীতে সেই অনুষ্ঠান আয়োজন করেছিলেন স্টেবিন। আংটি বদলের পর এবার রাজস্থানের উদয়পুরে ১১ জানুয়ারি বিয়ের আসর বসার কথা নূপুর-স্টেবিনের।
পরিবার, আত্মীয় ও ঘনিষ্ঠ-বন্ধুদের উপস্থিতিতে বসবে সেই বিয়ের আসর। ১৩ জানুয়ারি মুম্বাইতে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে দুজনের। তাই সাতপাকে বাঁধার আয়োজন শ্যানন পরিবারে । স্টেবিনের সঙ্গে বিয়ের আসর বসবে উদয়পুরের এক রাজপ্রাসাদে। সে কারণেই মা-বাবা, বোনের হবু বর স্টেবিনকে নিয়ে মুম্বাই থেকে রাজস্থানের উদ্দেশে রওনা দিলেন অভিনেত্রী কৃতি শ্যানন।
বোনের বিয়েতে যাওয়ার আগে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা গেছে কৃতিকে। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে আরও একজনের ছবি। নিন্দুকেরা বলছেন, তিনি নাকি কৃতির ‘গোপন’ প্রেমিক কবীর বহিয়া। তিনিও একই সঙ্গে পাড়ি দিয়েছেন ‘রয়্যাল সিটি’র উদ্দেশে। পরনে কালো ওভারকোর্ট, লুজ ফিট জিন্স, আর চোখে রোদচশমা পরে একেবারে এয়ারপোর্ট লুকে ধরা দেন কৃতি।
উল্লেখ্য, শ্যানন পরিবারের মেয়ে নূপুর দিদি কৃতির মতো বিনোদন জগতে সেভাবে পরিচিত নন। যদিও ২০১৯ সালে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। ২০২৩ সালে কুণাল খেমুর বিপরীতে অভিনয়ে আত্মপ্রকাশ করেন নূপুর। কিন্তু তেমন সাফল্য পাননি তিনি। তবে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ফ্যাশন নব’-এর বদৌলতে নিজেকে পরিচিতি তৈরি করেছেন নূপুর।
কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৩