গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক জিএস জাকিরের ভাই।
সূত্র জানায়, ৭ জানুয়ারি বুধবার তাকে শহরের নেছারাবাদ এলাকা থেকে আটক করা হয়। তবে তাকে একটি রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। আব্দুস সালাম দীর্ঘদিন ধরে ঝালকাঠি শহরের রাজনীতিতে সক্রিয় ছিলেন, ঝালকাঠি কলেজ মোড়ে মডেল মসজিদের ঠিকাদার এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ।
কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:৪৮