ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৃত মায়ের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের (কুলখানি) প্রস্তুতি তদারকি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আবুল হোসেন (৪৬) নামে এক বিএনপি নেতা। ২০ বছর আগে তার বড় ভাইও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নবীনগর পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের আলিয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবুল হোসেন ওই গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে। তিনি নবীনগর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আবুল হোসেনের মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে কুলখানি ও ভোজের আয়োজন ছিল। অনুষ্ঠানের জন্য আনা জবাইকৃত গরুর ভুঁড়ি পরিষ্কারের কাজ করছিলেন বাড়ির আঙিনায় পুকুরপাড়ে। রাত সাড়ে ১১টার দিকে আবুল হোসেন এ সময় অন্ধকারের মধ্যে অসাবধানতাবশত একটি নারিকেল গাছে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে ছিটকে পড়েন।
তাৎক্ষণিকভাবে উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে থাকা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের চাচাতো ভাই ও সংবাদকর্মী মো. হেলাল উদ্দিন এবং স্থানীয় বাসিন্দা মো. রবি জানান, আবুল হোসেনের মৃত্যুটি তাদের পরিবারের জন্য এক অবর্ণনীয় ট্র্যাজেডি। আজ থেকে প্রায় ২০ বছর আগে তার বড় ভাই মো. মোশাররফও একইভাবে জেনারেটরের লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এক পরিবারের দুই ভাইয়ের একই কায়দায় মৃত্যুতে পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।
মায়ের কুলখানির দোয়া করতে এসে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের এখন ছেলের জানাজায় শরিক হতে হচ্ছে। প্রিয় নেতার এমন অকাল প্রয়াণে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকেই মৃতের বাড়িতে শত শত মানুষের ভিড় দেখা যায়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আহাজারিতে আলিয়াবাদ গ্রামের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
জনপ্রতিনিধিরা মৃতের পরিবারকে সান্ত্বনা দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মায়ের বিদায়ের শোক কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ছেলে আবুলের এমন প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ৯:০০