ডেস্ক নিউজ : চলতি অর্থবছরে (২০২৫-২৬) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে টিকা কিনতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত চলতি বছরের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘লোন ৪০৭৮ (সিওএল)/৪০৭৯-বিএএন: রেসপন্সিভ কোভিড-১৯ ভ্যাকসিনস ফর রিকভারি প্রজেক্ট আন্ডার দ্য এশিয়া প্যাসিফিক ভ্যাকসিনস অ্যাকসেস ফ্যাসিলিটি (এপিভিএএক্স)’ প্রকল্পের আওতায় এই টিকা ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হবে। স্বাস্থ্য সেবা বিভাগ কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করে। আলোচনার পর কমিটি প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করে।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ৮:১২