নিউজ ডেক্স : ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ডাসার উপজেলার ছাব্বির মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
রোববার সকালে নিহতের পরিবার এসব তথ্য নিশ্চিত করেছে। এলাকাবাসী ও নিহতের ভাই জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য ছাব্বির মোল্লা কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান। কিন্তু তার সব স্বপ্ন আজ অধরাই থেকে গেল। এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কিউএনবি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৫৭