নিউজ ডেক্স : রাজশাহী–৬ (বাঘা–চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মোট ৫৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৪টি মামলায় তিনি খালাস পেয়েছেন এবং ৯টি মামলা বর্তমানে বিচারাধীন।
আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের মরহুম সাত্তার প্রামানিক ও আশরাফুন্নেছা দম্পতির ছেলে। স্ত্রী মরহুম আলো আক্তার। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, পেশা: কৃষি ও ব্যবসা।
কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:১২