আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন সাভার-আশুলিয়ার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী। বুধবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থীর বাসভবনে গিয়ে জড়ো হন। এরপরে সেখান থেকে ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছান।
সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দীন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফুল আলম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মন্ডল ও কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় পৌঁছান।
এসময় উপস্থিত ছিলেন, থানা যুবদলের সভাপতি প্রার্থী মো: জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কিসমত সরকার, সদস্য মো: নাজির উদ্দীন, থানা স্বেচ্ছাসেবক দলের মো: জাকির হোসেন পাঠান, থানা শ্রমিক দলের সভাপতি মো: আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি মো: সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: ঈসমাইল হাবীব, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাদবর, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুল হোসাইন মিয়া, থানা জিয়া মঞ্চের সদস্য সচিব মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী মো: আনোয়ার হোসাইন, ইউনিয়ন কৃষকদল নেতা মো: ইমরান হোসাইন ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ আরও অনেকে।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:০০