স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর, এমনকি বিশেষ অঙ্গ দিয়েও গোল করেছিলেন একবার। তবে এবার যা ‘করলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে।
অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন বেশ করে। গোলটা নিশ্চিত হতেই তিনি ছুটে যান কর্নার পতাকার দিকে। সেখানে গিয়ে চিরচেনা ‘সিউউ’ উদযাপনে মেতেছিলেন তিনি। গত রাতের ম্যাচে গোল পেয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল-নাসরের ১০ ম্যাচের জয়যাত্রা থেমে গেছে। মঙ্গলবার আল-ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে লিগের শীর্ষ দলটি।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:০০