সোমবার বিকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলামের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময়ে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আমার ভোট আমি দিবো এই স্লোগানকে সামনে রেখে সাধারণ জনতা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছে। আমার ধীর বিশ্বাস সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলে, জনগণ আমাকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আমি আশাবাদী।
এছাড়াও তিনি বলেন, আমি নির্বাচনে জয়ী হলে ঢাকা-১৯ আসনের মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করবো এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকবো। ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ও সহ যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম এসময়ে উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২