বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ খালেদা জিয়া : একজন মহীয়সীর মহাপ্রয়াণ সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল নওগাঁ ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল  নিস্তব্ধ এভারকেয়ার, অশ্রুসিক্ত চোখে ‘আপসহীন’ নেত্রীর জন্য প্রার্থনা আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাতিল ইয়েমেনের রাঙামাটিতে ৬৫০ লিটার চোলাই মদভর্তি গাড়িসহ আটক-১ ঋণের আশ্বাসে ধর্ষণ,ভিডিও করে ব্ল্যাকমেইল! রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা নেত্রকোণায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ সভা অনুষ্ঠিত চৌগাছায় রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

ফেনী-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

নিউজ ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-২ (সদর) আসনের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত ও মায়ের দোয়া নেন তিনি। এছাড়া শর্শদীতে নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বাড়ি থেকে রওনা হয়ে দল এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান মজিবুর রহমান মঞ্জু।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আইন মেনে পাঁচজন উপস্থিত ছিলেন। তারা হলেন- এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি ও সাংবাদিক হাবীব মিয়াজি। 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদিসহ সব হত্যকাণ্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে। ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থিতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন।

সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়ন ও সংস্কার বাস্তবায়নে কাজ করবেন তিনি। উল্লেখ্য আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানোর দাবিও জানান মঞ্জু। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে দল ও জোট নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন- জামায়াতের ঢাকা মহানগর নেতা মেসবাহ উদ্দিন সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম, এবি পার্টি জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী,

সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, এসসিপির জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মনসুর আহমদ, যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, বদরুদ্দোজা নোবেল, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক সাইদ অনিসহ গণতান্ত্রিক সংস্কার জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

 

কিউএনবি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / বিকাল ৫:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit