ক্যাপশন: দিনাজপুরের বোচাগঞ্জে (২৯ডিসেম্বর) সোমবার উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়স পত্র দাখিলের শেষ দিন (২৯ডিসেম্বর) সোমবার দিনাজপুরের বোচাগঞ্জে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন- দিনাজপুর -২ (বিরল বোচাগঞ্জ) আসন এর বিএনপি মনোনীত ধানের শীষ এর প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
মনোনয়ন দাখিল উপলক্ষে সকাল থেকে বেলা ১টা পর্যন্ত সেতাবগঞ্জ বাজারের ডিএন প্লাজায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থি হওয়ার পর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা ক্যাম্পাসে যান পিনাক চৌধুরী। এসময় বিশেষ মোনাজাত শেষে দলীয় নেতা কর্মীদের নিচে রেখে উপজেলা রিটার্র্নিং ও নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর কার্যালয়ে এসে মনোনয় পত্র দাখিল করেন এই বিএনপি নেতা।
এসময় উপজেলা নির্বাচন অফিসার আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওসাদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদরুল পারভেজ ইউপি চেয়ারম্যান যথাক্রমে সাহান পারভেজ ও ওয়াক্কাস কাঞ্চন উপস্থিত ছিলেন।
কিউএনবি/খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২২