বিনোদন ডেস্ক : রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করে তা পূরণ করেন মেঘনা। এরপর ঢাকা-৮ আসনে দলের হয়ে মনোনয়ন ফরম নেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন মেঘনা আলম। এরপর গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সংসদ সদস্য হিসেবে কেন যোগ্য এবং নির্বাচনে জয়ী হলে কী কী উন্নয়নমূলক কাজ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন মেঘনা। ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করে পথ চলাচলের সময় নারীদের স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার রুখে দিতে চান তিনি।
একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলারও ইচ্ছা প্রকাশ করেছেন মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।
ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান মিস আর্থ বাংলাদেশ জয়ী এ মডেল।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০৪