সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নওগাঁয় আনন্দ মিছিল করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনির সমর্থক গোষ্ঠী। মঙ্গলবার দুপুরে হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সমাবেশ থেকে বক্তারা নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আলহাজ্ব নজমুল হক ছনিকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১৪