বিনোদন ডেস্ক : অ্যাকশন সিনেমার ভিড়ে চলতি বছরে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন নতুন জুটি আহান পাণ্ডে ও নায়িকা অনীত পাড্ডা। দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। শুধু তাই নয়, ২০২৫ সালের আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষ দুই স্থানে ওঠে এসেছেন এই দুই নতুন তারকা। এই র্যাঙ্কিং নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী প্রতি মাসে ২৫ কোটি দর্শকের পৃষ্ঠাপ্রদর্শনের ওপর ভিত্তি করে। এটি পরিচালক মোহিত সুরির জন্যও বিশেষ। তিনি আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় পরিচালকের তালিকায় শীর্ষে আছেন। এর আগে আহান ও অনীত আগস্ট মাসে আইএমডিবির ‘ব্রেকআউট স্টার’ পুরস্কার পেয়েছিলেন। এটি নতুন প্রতিভার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।








