বিনোদন ডেক্স : নতুন জীবনে পা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় রোমান্টিক ঘরানার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বহুল আলোচিত এই পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দয়ে নেটিজেনদের বিয়ের বিষয়ে জানিয়েছেন। এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং তিনি গাঁটছড়া বেঁধেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পড়াশোনা সম্পন্ন করা তাহসিন তামান্নার সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আরিয়ান। যদিও ঠিক কবে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। নিজের বিয়ের ছবি পোস্ট করে আরিয়ান ক্যাপশনে লেখেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’





















