ক্রীড়া ডেস্ক : হার্দিক পান্ডিয়া চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে (মঙ্গলবার, ২ ডিসেম্বর) এমএস ধোনির সঙ্গে জায়গা করে নিয়েছেন এক অনন্য তালিকায়। বারোদার হয়ে খেলতে থাকা হার্দিক সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে তিনি এমন এক রেকর্ডে নাম তুলেছেন, যেখানে এতদিন একাই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ধোনি। টি–টোয়েন্টি ক্রিকেটে কোনো সেঞ্চুরি ছাড়া ৩০০ বা তার বেশি ছক্কা মারা দ্বিতীয় ক্রিকেটার এখন হার্দিক পান্ডিয়া।























