স্পোর্টস ডেস্ক : ডু প্লেসি আইপিএল থেকে নাম সরিয়ে আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বলে জানিয়েছেন। সেই কারণে আবু ধাবিতে আইপিএল নিলামের দু’সপ্তাহ আগে নাম তুলে নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ডু প্লেসি বলেন, ‘আইপিএলে ১৪ মৌসুমে খেলার পর, আমি এবারের নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক বড় সিদ্ধান্ত এবং পেছনে ফিরে তাকালে অনেক কৃতজ্ঞতা আসে।
আমার ক্রিকেট ক্যারিয়ারের অনেক বড় অংশ হয়ে আছে এই লিগ। বিশ্বসেরা সতীর্থদের সঙ্গে এখানে খেলা, দারুণ সব ফ্র্যাঞ্চাইজি এবং আবেগপূর্ণ সমর্থকদের সামনে খেলতে পারার মতো বড় কিছু হয় না। আমি সৌভাগ্যবান।’২০২৬ সালে পিএসএল খেলার সিদ্ধান্ত জানিয়ে ৪১ বছর বয়সি এই তারকা ব্যাটার বলেন, ‘এই বছর আমি নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি এবং পিএসএলের আসন্ন মৌসুমে খেলব।
এটি আমার জন্য রোমাঞ্চকর পদক্ষেপ, নতুন অভিজ্ঞতা নেয়ার সুযোগ, খেলোয়াড় হিসেব আরেকটু এগিয়ে যাওয়া এবং অবিশ্বাস্য প্রতিভা ও সামর্থ্যবানদের সঙ্গে লিগে অংশ নেব। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। আমি পাকিস্তানের আতিথেয়তা নিতে মুখিয়ে আছি।’উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মেগা নিলাম। বিশ্বের সেরা এই ফ্রাঞ্চাইজি লিগে কয়েকটি দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন ডু প্লেসি।
কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:০৪