আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন খসড়া শান্তিচুক্তি মেনে নেওয়ার জন্য ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। সম্প্রতি এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা কিয়েভকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন অবশ্যম্ভাবী পরাজয়ের সম্মুখীন হতে চলেছে। তাই তাদের অবস্থান আরও খারাপ হওয়ার আগেই চুক্তি গ্রহণ করা উচিত।
মঙ্গলবার প্রকাশিত এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যেখানে আলোচনা সম্পর্কে অবহিত একাধিক ব্যক্তিকে উদ্ধৃত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২৮ দফা খসড়া পরিকল্পনাটির প্রাথমিক সংস্করণে ইউক্রেনকে ডনবাসের নতুন রুশ অঞ্চলগুলির অবশিষ্ট নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে, খেরসন ও জাপোরোঝিয়া অঞ্চলের সম্মুখভাগকে যেখানে আছে সেখানেই স্থির করতে হবে এবং কিয়েভের সেনাবাহিনীর আকার সীমিত করতে হবে।
গত সপ্তাহে কিয়েভে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল। তিনি জানান, ইউক্রেনীয় সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এবং রুশ বাহিনীর বিরুদ্ধে তারা আসন্ন পরাজয়ের শিকার হবে। এনবিসি দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা সম্প্রতি জনবল সংকটের কথা জানিয়েছেন। রুশ সামরিক বাহিনী ডনবাস এবং অন্যান্য অঞ্চলে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।
ড্রিসকল আরও বলেন, রাশিয়া তাদের বিমান হামলার গতি ও মাত্রা বৃদ্ধি করছে। তারা অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে। একই সঙ্গে, তিনি হুঁশিয়ারি দেন যে প্রয়োজনীয় হারে অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না। নেটওয়ার্কটির সূত্র জানিয়েছে, বার্তাটি ছিল মূলত আপনারা হারছেন, এবং আপনাদের চুক্তিটি মানতে হবে।
তবে, কিয়েভ এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। যার পর চুক্তি সংশোধন করা হয়েছে। একাধিক সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ড্রিসকল গত সোম ও মঙ্গলবার আবুধাবিতে রুশ প্রতিনিধিদলের সঙ্গেও গোপন আলোচনা করেছেন।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/সকাল ৭:৩১