আন্তর্জাতিক ডেস্ক : নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য অ্যান্টি-শিপ বা জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
পরমাণু অস্ত্রধারী দেশটির নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে।
ক্ষেপণাস্ত্রটি সমুদ্র ও স্থল— উভয় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নৌবাহিনী দেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে নিক্ষেপযোগ্য অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে, নতুন এই অস্ত্রব্যবস্থা সমুদ্র ও স্থল— উভয় লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক গাইডেড প্রযুক্তি এবং উন্নত কৌশলগত গতিশীলতার সুবিধা রয়েছে।
অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ও উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফসহ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর পরীক্ষাটিকে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অঙ্গীকারের বাস্তব প্রতিফলন বলে মন্তব্য করেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা অংশগ্রহণকারী ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার নবনিযুক্ত দেশীয় ক্রুজ মিসাইল ‘ফাতেহ-৪’-এর সফল উৎক্ষেপণ চালায়। সে সময় আইএসপিআর জানিয়েছিল, উন্নত অ্যাভিওনিকস ও অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেমযুক্ত এই ক্ষেপণাস্ত্র অনেক নিচু দিয়ে উড়ে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম এবং নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। সূত্র: ডন নিউজ
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/সকাল ৭:২৭