সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

মোবাইলে সহজেই জমি পরিমাপ করার টেকনিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৪৪ Time View

নিউজ ডেক্স : আজকাল নতুন জমি কেনার বা প্লটের সঠিক পরিমাপ জানতে গেলে আর সার্ভেয়ারের কাছে যাওয়ার দরকার নেই। শুধু মোবাইল ফোন থাকলেই আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন। এর জন্য কিছু নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করলেই হবে। এছাড়া প্লটের দিকও সহজে চেক করা সম্ভব। GPS Field Area Measure অ্যাপ ব্যবহার করে জমি পরিমাপGPS Field Area Measure অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রি ও পেইড উভয় ভার্সনে পাওয়া যায় এবং এটি ইতিমধ্যেই এক কোটি বারও বেশি ডাউনলোড হয়েছে। জমি পরিমাপ করার জন্য স্টেপগুলো হলো—

  • প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন। iOS ব্যবহারকারীরা App Store থেকে এটি ডাউনলোড করতে পারবেন।
  • অ্যাপ ওপেন করার পর GPS ব্যবহার করার পারমিশন দিন।
  • জমি পরিমাপের জন্য দুটি মোড পাবেন – Manual Measuring এবং GPS Measuring।
  • নতুন পরিমাপ শুরু করতে ‘Create New’ বাটনে ক্লিক করুন। এরপর এলাকা, দূরত্ব বা POI অপশন থেকে যে কোনো একটি সিলেক্ট করুন।
  • Manual Measuring এ আপনি পয়েন্ট টু পয়েন্ট জমির মাপ দিতে পারবেন। GPS Measuring এ আপনার মোবাইল ফোন নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ রেকর্ড করবে।
  • পরিমাপ শেষ হলে সেটি সেভ বা শেয়ার করা যাবে।

GPS Field Area Measure Tool অ্যাপ

আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো GPS Field Area Measure Tool। এটি Google Play Store-এ ফ্রি ও পেইড দুই ধরনের ভার্সনে পাওয়া যায়। ব্যবহার পদ্ধতি প্রায় একই:

  • অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
  • GPS অ্যাক্সেসের অনুমতি দিন।
  • ক্রিয়েট নিউ (+) আইকনে ট্যাপ করুন এবং দূরত্ব, এলাকা বা পয়েন্ট অপশন বেছে নিন।
  • Manual বা Walking (GPS) মোডের মাধ্যমে জমি পরিমাপ করুন। Walking মোডে ডিভাইসটি নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে।

এই ধরনের অন্যান্য অ্যাপ: Easy Area: Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure। নোট: এই অ্যাপগুলিতে GPS প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে পরিমাপ শতভাগ সঠিক নাও হতে পারে এবং আইনি কাজে ব্যবহার করা যায় না। শুধুমাত্র আনুমানিক আয়তন জানার জন্য এটি কার্যকর।

iPhone-এ প্লটের দিক দেখার পদ্ধতি

  • আইফোনে Compass অ্যাপ খুলুন। লাল তীর সবসময় উত্তর নির্দেশ করবে।
  • ফোনটি সমতল রাখুন। কম্পাসের সুই স্থির হবে।
  • কম্পাসে N, S, W, E এবং NE, NW, SE, SW চিহ্ন ব্যবহার করে প্লটের দিক নির্ধারণ করুন।

Android-এ প্লটের দিক দেখার পদ্ধতি

  • Google Play Store থেকে Compass অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন।
  • ফোনটি হাতের তালুতে রাখুন। সুই অটোভাবে উত্তর দিকে ঘুরবে এবং প্লটের সঠিক দিক দেখাবে।

এভাবে মোবাইলের সাহায্যে সহজেই জমি পরিমাপ ও প্লটের দিক জানা সম্ভব।

 

কুইক নিউজ / মোহন / ১৬ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit