বিনোদন প্রতিবেদক : প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে সিনেমাটি দেখতে পারবেন।মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
মূল উপন্যাসের সময়কালকে সামান্য সামঞ্জস্য রেখে ত্রিশের শেষ ভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে।এর আগে সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান জানিয়েছিলেন, ‘বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকও গভীরভাবে অনুভব করতে পারেন।’





















