স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। তবে দীর্ঘদিন পর দেশের হয়ে টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচটি রাঙাতে পারেন বিশ্ব রেকর্ড গড়ে। মাত্র ৯ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবে বাবর।
১৫১ ইনিংসে ৪ হাজার ২৩১ রান করেছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। আর বাবর আজমের রান ৪ হাজার ২২৩। রোহিতের চেয়ে অবশ্য ৩০ ইনিংস কম খেলেছেন বাবর (১২১ ইনিংস)। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রান করতে পারলেই রোহিতের চেয়ে ২৯ ইনিংস কম খেলেই তাকে ছাড়িয়ে যাবেন বাবর আজম।
রোহিতের চেয়ে বাবরের গড়ও বেশ ভালো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিতের ব্যাটিং গড় ৩২.০৫, বাবরের প্রায় ৪০ ছুঁই ছুঁই- ৩৯.৮৩। স্ট্রাইক রেটে আবার রোহিত এগিয়ে। তার স্ট্রাইক রেট ১৪০.৮৯, আর বাবরের ১২৯.২২।
রোহিত শর্মার সেঞ্চুরিও বাবর আজমের চেয়ে বেশি। রোহিতের ৫টি সেঞ্চুরির বিপরীতে বাবরের সেঞ্চুরি ৩টি। তবে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসে আবার রোহিতের চেয়ে এগিয়ে বাবর। রোহিতের ফিফটি ৩২টি, আর বাবরের ফিফটি ৩৬টি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ভারতের বিরাট কোহলি। ১১৭ ইনিংসে তার রান ৪ হাজার ১৮৮। কোহলির ব্যাটিং গড় শীর্ষ পাঁচে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি- ৪৮.৬৯, স্ট্রাইক রেট ১৩৭.০৪।
বাবর আজম ছাড়া ৪ হাজার রান করা বাকি দুজন হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই বাবর আজমের রান বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে যথেষ্ট।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫৬