আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “পার করেছি আ.ঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী জেলার ডোমার উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প) আয়োজিত র স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ডোমার ছোটরাউতা এলাকায় ব্র্যাক এরিয়া অফিস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসাবে কিশোরীদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী।সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে ডেপুটি ম্যানেজার তপন টি,মিনজ, কমিউনিটি অর্গানাইজার তাসলিমা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে স্বপ্নসারথি দলের ৩০ জন কিশোরী অংশগ্রহন করেন। সভার সভাপতি মৌসুমী আক্তার বলেন, কিশোরীগণ ১৩ থেকে ১৭ বছর পেরিয়ে জীবনদক্ষতা সেশনে অংশগ্রহন করেছে এবং বাল্য বিয়ে থেকে মুক্ত হয়ে ১৮ বছর পার করেছে। তাদের উজ্জল ভবিষ্যত কামনায় স্বপ্নসারথি দলের ৩০ জন কিশোরীদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সনদপত্র প্রদান করা হয়।পড়া লেখার পাশাপাশী জীবনের মান উন্নয়নে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ ভূমিকা রাখতে স্বপ্নসারথি দলের কিশোরীদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী।
কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৪