জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : কৃষি উপকরণের উচ্চমূল্য ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষক সমাজকে ক্রমাগত প্রতারিত করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিলারদের সিন্ডিকেট সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে সার বিক্রি করে আসছে।এরই প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) দুপুরেংধ শহরের প্রাণকেন্দ্র মিশনমোড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড চত্বরে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলার হাজারো কৃষক ও কৃষকনেতা অংশ নেন। রোদের তেজ উপেক্ষা করে কৃষকের অধিকার আদায়ের এই শৃঙ্খলে ফেটে পড়েছে তীব্র ক্ষোভ।ব্যানার-ফেস্টুনে সারের কালোবাজারি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বক্তারা।
লালমনিরহাট জেলা কৃষকদলের সভাপতি নুরুন্নবী মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ আজ এই সরকার কৃষকদের বাঁচিয়ে রাখতে ব্যর্থ। ডিলারদের একটি প্রভাবশালী সিন্ডিকেট সরকারের নীতিমালার তোয়াক্কা না করে ইচ্ছামতো মূল্য নির্ধারণ করছে। এই কৃত্রিম সংকট চাষিদের উৎপাদন খরচকে আকাশছোঁয়া করে তুলছে, যার ফলে প্রান্তিক কৃষকরা দিশেহারা।”
বক্তারা আরও অভিযোগ করে বলেন, “কৃষি খাতে দুর্নীতি আজ সর্বগ্রাসী রূপ নিয়েছে। সারের কৃত্রিম সংকট কেন? প্রশাসন জবাব চাই! সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিলাররা কৃষকের পকেট কাটছে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এই ‘ফ্যাসিস্ট’ সরকারের সিন্ডিকেট ভেঙে দিয়ে সরকারি নীতিমালা অনুযায়ী ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “সারের দাম কমাতে হবে, বীজ সহজলভ্য করতে হবে। অন্যথায় এই দুর্নীতিপরায়ণ ব্যবস্থার বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” জেলার পাঁচটি উপজেলার কৃষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রান্তিক কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে অবিলম্বে এই কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ এবং তাদের লাইসেন্স বাতিলের দাবি জানান।বক্তব্য শেষে কৃষকনেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃষকের এই ন্যায্য দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে তারা মাঠে নামতে বাধ্য হবেন।
কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৫,/রাত ১০:১৭