মিশরে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ কাতারের ৩ কূটনীতিক নিহত
Reporter Name
Update Time :
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
২১
Time View
আন্তর্জাতিক ডেস্ক : দূতাবাস জানায়, মিশরের লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর শারম আল-শেখের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার এক বিবৃতিতে কূটনৈতিক মিশন জানিয়েছে, তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক অফিস আমিরি দিওয়ানে কাজ করতেন। দূতাবাস ঘটনাটিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে কর্তব্য পালনের সময় তিনজন নিহত হয়েছেন। আহতদের এবং নিহতদের মৃতদেহ রোববার রাতে দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়।
এর আগে, দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, কাতারি কূটনীতিকদের বহনকারী একটি গাড়ি শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার মোড়ে উল্টে যায়। এই সপ্তাহের শুরুতে শারম আল-শেখে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেয়ার কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটল।
আলোচনার পর গাজায় যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরাইল এবং হামাসের মধ্যে চুক্তি হয়। ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া এই চুক্তিটি চূড়ান্ত করতে মিশরে সোমবার একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।