আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ সাগরে আটকে দেয় ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে জাহাজগুলো থেকে গ্রেটা থুনবার্গসহ প্রায় ৪৭০ মানবাধিকারকর্মীকে আটক করে। এরপর আটক এসব অধিকারকর্মীকে ফেরত পাঠানো শুরু হয়।
গত সোমবার (৬ অক্টোবর) আরও ১৭১ জন মানবাধিকারকর্মীকে ফেরত পাঠায় ইসরাইল। এদের মধ্যে সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ ১৬১ জনকে গ্রিসে পাঠানো হয়েছে। এ নিয়ে থুনবার্গকে দ্বিতীয়বার ফেরত পাঠানো হলো।
এরপর থুনবার্গকে নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন মতে, হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (থুনবার্গ) ঝামেলাবাজ। এখন আর পরিবেশ নিয়ে নেই, এখন অন্য কিছুর মধ্যে ঢুকে পড়েছে। তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। তার ডাক্তার দেখানো দরকার।’
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৫০