আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন আতঙ্কের কারণে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফা বন্ধ থাকার পর মিউনিখ বিমানবন্দরে শনিবার ‘ক্রমান্বয়ে’ ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকার ফলে ৬ হাজার ৫০০ জনেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিন ফ্লাইট বিলম্বের আশঙ্কা করা হচ্ছিল। ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলো সম্প্রতি অজ্ঞাত ড্রোন আতঙ্কের কারণে ফ্লাইট স্থগিত করেছে।
মিউনিখ বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, ‘ড্রোন দেখা যাওয়ার কারণে শুক্রবার রাত ৯টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল সীমিত করা এবং পরে তা বাতিল করা হয়। এর ফলে বিমানবন্দরমুখী ২৩টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে অন্যান্য বিমানবন্দরে পাঠানো হয় এবং মিউনিখগামী ১২টি ফ্লাইট বাতিল করা হয়। সূত্র: বিবিসি, এএফপি
কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৩