ডেস্ক নিউজ : পবিত্র উমরার সফরকে শৃঙ্খল করতে সৌদি আরব কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি করেছে। এখন থেকে উমরা ভিসার আবেদন করার সময়ই মক্কা-মদিনায় হোটেল এবং পরিবহন ব্যবস্থা আগাম করতে হবে। এছাড়া ভিসা হবে না। সাম্প্রতিক সময়ে জেদ্দা ও মদিনা বিমানবন্দরে কড়াকড়ি ও তল্লাশি শুরু হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের ভিসার পাশাপাশি হোটেল বুকিং ও অনুমোদিত পরিবহন কাগজপত্র দেখাতে হচ্ছে।
বাংলাদেশি এক হজ এজেন্সির পরিচালক মাওলানা হুজায়ফা বলেন, উমরা ভিসার আবেদন এখন ‘মাসার’ ডিজিটাল সিস্টেমে করতে হয়, যা ‘নুসুক অ্যাপ’-এর মাধ্যমেও পাওয়া যায়। এখানে হোটেল ও পরিবহনের তথ্য সংযুক্ত করতে হয়। হোটেল অবশ্যই হজ ও উমরা কর্তৃপক্ষের নিবন্ধিত হতে হবে, আর ট্যাক্সি শুধু নুসুক অনুমোদিত পোর্টালের মাধ্যমেই বুক করা যাবে।
কোনো কোনো দেশের নাগরিকদের পর্যটন ভিসা নিয়ে উমরা পালনের চেষ্টা করেন, এটাও করা যাবে না। ট্যুরিস্ট ভিসায় গেলে রিয়াজুল জান্নাতসহ গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বর্তমানে উমরা ভিসার খরচও বেড়েছে। তবে এখন ভিসার আবেদন প্রক্রিয়ায় হোটেল ও পরিবহন বুকিং যুক্ত হওয়ায় হাজিদের আগেই সব প্রস্তুতি নিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, যারা উমরা পালনের পরিকল্পনা করছেন, তাদের উচিত ভিসার আবেদন করার সময়ই ফ্লাইট, হোটেল ও পরিবহন বুকিং নিশ্চিত করা, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতায় পড়তে না হয়।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/রাত ৯:৪০