স্বাস্থ্য ডেস্ক : শরীরের ওপর দুধ চা ও লাল চায়ের প্রভাব কেমন হয় এটা জানার জন্য জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একটি পরীক্ষা করেছিলেন। পরিক্ষাটিতে ১৬ জন নারীকে একবার র চা আরেকবার দুধ চা পান করতে দেয়া হয়। প্রতিবার চা পানের পর আল্ট্রাসাউন্ড পদ্ধতিতে তাদের রক্তনালীর প্রসারণ মাপা হয়। পরীক্ষাটিতে দেখা যায়, লাল চা রক্তনালীর প্রসারণ ঘটায়।
কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:০৮