আর্ন্তজাতিক নিউজ ডেক্সঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন।
এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর আটক এক হাজার ৭০০ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। এ সময়ে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে পূর্ণ প্রত্যাহারের প্রস্তুতির জন্য সব সামরিক কার্যক্রম স্থগিত থাকবে। শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হামাস সদস্যরা মুক্তি পাবেন। অন্যদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হবে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে। নির্ধারিত মাত্রায় ত্রাণ গাজায় যাবে। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহাবস্থানের জন্য আলাপ-আলোচনা সহজ করবে।