অন্যান্যের মাঝে খাড়াছড়ি জেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি,নাছির আহাম্মদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সহ উপজেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন,খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা গ্রামের মারমা স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জুম্মছাত্র ছাত্র জনতার দেওয়া অবরোধে অগ্নি সংযোজক, বিভিন্ন প্রতিষ্টান ভাঙ্গচুর সাধারন মানুষের জানমাল ক্ষতি থেকে রক্ষার জন্য মাটিরাঙ্গায় শান্তি, সহাবস্থান ,সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতিতে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিতে মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্যকোন গুজবে কান দিবেননা। কোথাও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করুন। এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও গুজব রোধে সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।