এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যুবদল নেতা আতিয়ার রহমানের ১২ মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টম্বর) বিকেলে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক আয়োজন করেন চৌগাছা কৃষকদল সহ-সভাপতি ও আতিয়ার রহমানের ভাতিজা বকুল হোসেন একলাস ।
এতে সভাপতিত্ব করেন সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জহুরুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিংহঝুলী ইউপি সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সিংহঝুলী ইউপি সাবেক সভাপতি আব্দুল হাই, ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা আহাসানুর কবির লিটন, বিএনপি নেতা ফারুক আহমেদ, আলী কদর, শিমুল রহমান, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুদ রানা পাপ্পু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রদল নেতা রোবায়েত সালাম প্রমুখ। অনুষ্ঠান স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক হাফেজ মেহেদী হাসান। পরবর্তীতে শহীদ আতিয়ার রহমানের কবর জিয়ারত করেন দলীয় নেতৃবৃন্দ। আতিয়ার রহমান উপজেলা কৃষকদলের সহ-সভাপতি বিএম ইখলাচ ও উপজেলা যুবদল নেতা এম. ইলিয়াস আলীর আপন চাচা। উলে¬খ্য, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর রাজনৈতিক প্রতিহিংসায় পতিত সরকার আওয়ামী লীগের স্থানীয় চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসীর হাতে খুন হন যুবদল নেতা আতিয়ার রহমান। পরে তার স্ত্রী বাদীহয়ে মামলা দায়েরকরলেও তা ততকালিন সরকারের অদৃশ্য শক্তির প্রভাবে ধামাচাপা পড়ে যায় এবং বিভিন্ন অপকৌশলে হত্যা মামলাটি নি®পত্তিকরা হয়।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২২