মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাত : যশোরের শার্শায় হলদে পাখি সম্প্রসারনের লক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান’র সহধর্মীনি ডাক্তার তাসনীমা হাসান (নাতাশা)। সভায় বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহানা বানু।
শার্শা উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন কতৃক আয়োজিত এ আলোচনা ও মতরিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শিক্ষিকা মোছাঃ মনোয়ারা খাতুন, নাজমুন নাহার, রেবেকা সুলতানা শিল্পি,জোহরা খাতুন, নূরুন্নাহার ,শাহানাজ আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা হলদে পাখি সাম্প্রসারন বলতে সমাজের অবহেলিত কিশোরীদের নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সবাই সবার সাথে সমাজে বাল্য বিবাহ সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক তারক কুমার বিশ্বাস।
কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:৩১