এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনেএতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান (অ: দা:)। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলামা মোরশেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকও হামিপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আমিন, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিমনুর রহমান, জগদিশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)কৃষিবিদ আবু জাফর উবাইদুল্লাহ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পাশাপোলা ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা মৎস্য কর্মকতা তাসলিমা জেবিন, উপজেলা বৈসম্য বিরোধী ছাত্র নেতা রাশিদুল ইসলাম রিতম। সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন জাহান (অ:দা:) বলেন, বর্তমান পরিস্থিতিতে চৌগাছা অবস্থা অনেক ভাল, বাজার মনিটারিং, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস দমণ, জঙ্গিবাদ, মাদক-চোরাচালান প্রতিরোধে ও পুজা মন্ডবে শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১৫