এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জুলাই শহীদ জাবির-আলামিন স্মৃতি সংসদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টম্বর) আদ-দ্বীন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন পরিষদ চত্তরে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জামায়াত মনোনীত যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের তত্বাবধানে ১১ জন চিকিৎসকসহ ২২০ জনের মেডিকেল টিম রোগী দেখেন। এই ক্যাম্পে শিশু, চক্ষু, গাইনি, মেডিসিন ও ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন। এ চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় তিন হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধ ও চক্ষু রোগীদের চশমা সরবরাহ করা হয়।
এই ক্যাম্পে ৫০ জন সানি রোগী বাছাই করা হয়েছে। তাদের সম্পুর্ন বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা করবে ক্যাম্পের আয়োজকেরা। গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে জানান তারা।
এতে সভাপতিত্ব করেন স্বরুপদাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু বক্কর। প্রধান অতিথির বক্তৃতা করেন আদ্ব-দীন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের এম ডি ডাঃ শেখ মহি উদ্দিন। জুলাই স্মৃতিসংসদের সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াত মনোনীত যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, উপজেলা জামায়াতের আমির ও জুলাই স্মৃতিসংসদের সভাপতি মাওলানা গোলাম মোরশেদ, আদ-দ্বীন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ইমদাদুল হক, স্বরুপদাহ ইউনিয়ন জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা মাষ্টার ইমদাদুল হক, অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ ড. আলা উদ্দীন, আদ্ব-দীন চক্ষু প্রকল্পের পরিচালক রবিউল হক, আদ্ব-দীন হাসপাতাল রেলরোড শাখার ব্যাবস্থাপক মুজাহিদুল ইসলাম, মামুন হোসেন ও সাংবাদিক তরিকুল ইসলাম তারেক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সুধীমন্ডলী, সাংবাদিকবৃন্দ সেবা প্রত্যাশীগণ।
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১৯